Site icon Jamuna Television

ভারতে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা সংক্রমণের হার

ভারতে হঠাৎ করেই বেড়ে গেছে করোনাভাইরাসে নতুন সংক্রমণের হার। গেল কয়েকদিনে গড়ে এক হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিড নাইনটিনে। দেশটিতে সাড়ে ১৮ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে, ১ হাজার ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। করোনায় ভারতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৭৮ জনে। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু মহারাষ্ট্রে। কেবল এ রাজ্যেই আক্রান্ত সাড়ে ৪ হাজারের বেশি, মারা গেছেন ২৩২ জন।

এছাড়া নয়াদিল্লি, গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আক্রান্ত হাজারের বেশি। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৯২ জনের।

ভারতে ১৫ ফেব্রুয়ারি করোনার প্রথম সংক্রমণ ধরা পড়লেও, চলতি মাসে বাড়তে শুরু করে সংক্রমণ। বিস্তার ঠেকাতে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে দেশটিতে। ৩ মে শেষ হওয়ার কথা লকডাউনের মেয়াদ।

Exit mobile version