Site icon Jamuna Television

ব্রাজিলে লকডাউনের বিপক্ষে খোদ প্রেসিডেন্টের বিক্ষোভ!

ব্রাজিলে এবার লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভে নিজে যোগ দিলেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। রাজধানী ব্রাসিলিয়ায় রাস্তায় নেমে লকডাউন প্রত্যাহারের দাবি তোলেন তিনি।

শুরু থেকেই করোনা সতর্কতা নিয়ে আপত্তি ‘ব্রাজিলের ট্রাম্প’ খ্যাত বোলসোনারোর। তিনি নিজে জনসমক্ষে মাস্ক ব্যবহার করছেন না। ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন আড়াই হাজার মানুষ। প্রেসিডেন্টের ভূমিকায় উদ্বিগ্ন বিরোধীরা করোনা মোকাবেলার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার দাবি তুলেছেন।

করোনা সতর্কতার কড়াকড়ি নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রাদেশিক গভর্নরদের সাথে বিবাদ চলছে প্রেসিডেন্টের। তার অভিযোগ, লকডাউন নিয়ে বাড়াবাড়ি করছে প্রদেশগুলো। লকডাউনে বিরুদ্ধে বিক্ষোভকারীদের দেশপ্রেমিকও আখ্যা দেন তিনি।

প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বলেন, আমি ব্রাজিলে বিশ্বাস করি। কারো সাথে দরকষাকষির প্রয়োজন নেই আমাদের। ব্রাজিলের জন্য এখন কাজ দরকার আমাদের। এখানে সবাই দেশপ্রেমিক। নতুন ব্রাজিল গড়তে এগিয়ে যাচ্ছি আমরা।

Exit mobile version