Site icon Jamuna Television

টানা তিনদিন হেঁটে বাড়ি পৌঁছানোর একটু আগেই মৃত্যু কিশোরীর

জামলো মাকদম। ছবি সংগৃহীত

ভারতে লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে অন্যরাজ্যে হেঁটে বাড়ি পৌঁছাতে গিয়ে এক শ্রমজীবী কিশোরীর করুণ মৃত্যু হয়েছে।

নিহত ওই কিশোরীর নাম জামলো মাকদম (১২)। তার বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়।

না খেয়ে টানা তিন দিন হাঁটার পর পথেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেটের দায়ে তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামে মরিচের শস্যক্ষেতে কাজ করতে গিয়েছিল জামলো। লকডাউনের কারণে সেখানেই আটকা পড়ে মেয়েটি।

যে কোনো উপায়ে বাড়িতে ফেরার চেষ্টা করতে থাকে জামলো। পরে কোনো উপায় না দেখে আরও ১১ জনকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলার উদ্দেশে হাঁটতে শুরু করে।

দীর্ঘপথ পাড়ি দেয়ার সময় খাবার বা পানি কোনোটাই ঠিকমতো মেলেনি তাদের। ১৫ এপ্রিল থেকে সবাই মিলে টানা তিন দিন হাঁটে। জাতীয় সড়ক দিয়ে নয়, শর্টকাটে যাওয়ার জন্য বনজঙ্গলের মধ্য দিয়েই হাঁটতে থাকে তারা।

জামলো যখন তার বাড়ি থেকে আর ১৪ কিলোমিটার দূরে, তখনই হঠাৎ পেটে মারাত্মক ব্যথা অনুভব করে সে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

Exit mobile version