Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বন্ধ সকল অভিবাসন প্রক্রিয়া

করোনার বিস্তার রোধে সব অভিবাসন প্রক্রিয়া সাময়িক বন্ধ করছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে সোমবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুরক্ষার বিষয়ে জোর দেয়ার কথাও। তবে অভিবাসন প্রক্রিয়া সাময়িক বন্ধের আওতায় কোন কোন কর্মসূচি পড়বে, তা এখনও স্পষ্ট নয়। মহামারির চরম অবস্থা পেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করে দেশজুড়ে লকডাউন শিথিলের পক্ষে হোয়াইট হাউজের যুক্তিতর্কের মধ্যেই এলো এ ঘোষণা।

সমালোচকদের অভিযোগ, মহামারির অজুহাতে আবারও অভিবাসনবিরোধী নীতিমালা বাস্তবায়নের চেষ্টা করছেন ট্রাম্প। চার সপ্তাহের লকডাউনে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে নতুন বেকারের তালিকায় প্রায় সোয়া দুই কোটি নাগরিকের নাম উঠেছে বলে দাবি মার্কিন প্রশাসনের।

Exit mobile version