Site icon Jamuna Television

নতুন ৪৩৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৯ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন, মোট মারা গেছেন ১১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৭ জন।

আজ মঙ্গলবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এদিকে গতকাল সোমবার দেশে ৪৯২ জন করোনা রোগী শনাক্ত হয় ও ১০ জনের মৃত্যু হয়।

২০শে এপ্রিলের হিসেব অনুযায়ী ঢাকায় এখন ১১৭৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।ঢাকার আশেপাশেই মূলত করোনাভাইরাস রোগী অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি। আইইডিসিআরের হিসেব অনুযায়ী চট্টগ্রামে পুরো বিভাগে মোট করোনাভাইরাস রোগী আছেন ১১৮ জন, যেখানে নরসিংদীতে ১৩৫ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন এবং গাজীপুরে শনাক্ত হয়েছেন ২৬৯ জন। নারায়ণগঞ্জে সংক্রমণ হয়েছে ৩৮৭ জনের মাঝে। এর বাইরে মুন্সীগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।

Exit mobile version