Site icon Jamuna Television

রমজানে শহর থেকে গ্রামে যাওয়ায় নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ায়

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন রমজানে শহর থেকে গ্রামে যাওয়ায় নিষেধাজ্ঞা এনেছে ইন্দোনেশিয়া।

দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, রমজানের শেষে ইন্দোনেশিয়ার মুসলিমরা গণহারে যেভাবে শহর থেকে গ্রামে যান সেটা এবার বাতিল হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকার এ ঘোষণা দিতে দেরি করে ফেলেছে। কারণ এর আগেই প্রায় ১০ লাখ মানুষ জাকার্তা ছেড়েছেন।

ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাস করেন। সেখানে এটা ভাবা অসম্ভব যে কেউ ঈদে বাড়ি না গিয়ে শহরেই থাকবেন। তবে ইন্দোনেশিয়ার সরকার সব ধরনের সামাজিক জমায়েতও নিষিদ্ধ করেছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬০। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯০ জন এবং ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৭৪৭ জন।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় এ প্রাণঘাতী ভাইরাস। সে কারণে লোকজনকে বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

Exit mobile version