Site icon Jamuna Television

অনুশীলনের অনুমতি পেলেন মেসিরা

করোনাভাইরাসের এই সংক্রমণের মধ্যেও অনুশীলনের অনুমতি পেলেন লিওনেল মেসিরা। ক্লাবগুলোকে এমন সুসংবাদ শুনিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের এই সময়েও অনুশীলন করতে পারবেন মেসি, রামোসরা। তবে শর্ত, মানতে হবে স্প্যানিশ সরকারের দেয়া নিয়ম।

স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি), স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা লিগার অংশগ্রহণে হওয়া রোববারের সভায় এই সিদ্ধান্ত হয়।

এক বিবৃতিতে সিএসডি জানায়, স্পেনে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি বিবেচনা করেই ক্লাবগুলোকে অনুশীলনে ফেরার অনুমতি দেয়া হয়েছে। কঠোর নিয়মের মধ্যে অনুশীলন সেশন চলবে।

২০১৯-২০ মৌসুম জুনে আবারও শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে অনুশীলন সেশন কিংবা ম্যাচ কবে নাগাদ শুরু করা যাবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

সূত্র: এএফপি, মাদ্রিদ

Exit mobile version