Site icon Jamuna Television

খবরটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন, কোনো তথ্য পাচার করিনি: জাভেদ ওমর

বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার জাভেদ ওমর বেলিম জানিয়েছেন, এ খবরটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

তিনি বলেন, আমি বাংলাদেশ নারী দলের কোনো তথ্য পাচার করিনি। এর আংশিকও যদি সত্যি হতো তাহলে আমি মেনে নিতাম। এটা আমাকে দিয়ে অসম্ভব। আমি নিজেই হতবাক এবং কিছুই জানি না। তারা যদি আমাকে সন্দেহ করেই থাকে তাহলে ন্যূনতম একটি প্রমাণ দিক।

জাভেদ ওমর বেলিম আরও বলেন, আমি যদি এমন কিছু করেই থাকি তাহলে হয় আইসিসি আমাকে জিজ্ঞেসাবাদ করবে না হয় বিসিবি তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু এর কিছুই হয়নি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা এ ব্যাপারে আইসিসি কিংবা দুর্নীতি দমন বিভাগ (আকসু) থেকে কোনো তথ্য পাইনি।

ভারতীয় ক্রিকেট ওয়েবসাই ক্রিকট্রেকারে প্রকাশ করা হয় জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার থাকা অবস্থায় দলের বিভিন্ন তথ্য পাচার করেছেন। এমন অভিযোগ তুলেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। আর এ কারণে আইসিসি নাকি বিসিবিকে অনুরোধ করেছে, যেন ভবিষ্যতে কখনই জাভেদ ওমরকে বোর্ডের কোনো দায়িত্ব না দেয়ার জন্য।

Exit mobile version