Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু। ছবি: প্রতিকী

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। তারা সবাই নিউইয়র্কের বাসিন্দা।

এদের মধ্যে রয়েছেন- নিউইয়র্ক কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রবীণ সদস্য সিরাজুল ইসলাম।

এছাড়া, অন্যান্যরা হলেন ৮৪ বছর বয়সী আব্দুর রাজ্জাক, ৫৪ বছরের প্রবাসী বাংলাদেশি শফি হায়দার। তারা দীর্ঘদিন ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

যুক্তরাষ্ট্রে কোভিড নাইনটিনে মৃত্যুবরণকারী ১৬৯ প্রবাসী বাংলাদেশিই ছিলেন নিউইয়র্কের বাসিন্দা। সংশ্লিষ্টরা বলছেন, ধনী-গরিব বা অন্যান্য দেশের অধিবাসী হলেও; চিকিৎসা ব্যবস্থায় কোন ত্রুটি রাখছে না মার্কিন সরকার।

Exit mobile version