Site icon Jamuna Television

করোনায় বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হতে পারে: জাতিসংঘ

বিশ্বে করোনায় দ্বিগুণ হবার সম্ভাবনা ক্ষুধার্ত মানুষের সংখ্যা।

করোনাভাইরাসের কারণে বিশ্বে বেড়েই চলেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। জাতিসংঘের মতে, দেশে দেশে লকডাউনের কারণে শিগগিরই সংখ্যাটি দ্বিগুণ হবে।

মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে WFP’র প্রধান ডেভিড ব্যাসলে জানান, দুর্যোগ এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সেখানেই এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরই ১৩৫ থেকে আড়াইশো মিলিয়নে পৌঁছাতে পারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১০টি দেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন-সিরিয়ার পাশাপাশি রয়েছে আফ্রিকার দেশগুলোও। বাদ পড়েনি আফগানিস্তান ও সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলা।

সংশ্লিষ্টরা বলছেন, সংকট ঠেকাতে এই মুহূর্তে ৩৫ দশমিক ৫ কোটি ডলার সহায়তা প্রয়োজন। রোববার, দ্য গার্ডিয়ানে লেখা এক খোলা চিঠিতে দাতাগোষ্ঠীগুলোর কাছে এ আহবান জানায় জাতিসংঘ, ডব্লিওএইচও, WFP’র কর্মকর্তারা।

Exit mobile version