Site icon Jamuna Television

১০ হাজারের বেশি শ্রমিককে সহায়তা তামান্নার

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া

করোনাভাইরাস প্রাদুর্ভাবে দিন যত যাচ্ছে, পরিস্থিতি ততই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে বলিউডের তারকারা তাদের সাধ্যমতো এগিয়ে এসেছেন। এবার সহায়তার হাত বারিয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে অনুযায়ী, করোনাভাইরাসে খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তাদের খাবাররের ব্যবস্থা করেছেন তামান্না ভাটিয়া। মুম্বাইয়ের বস্তিবাসী, আশ্রিত ও বৃদ্ধদের ঘরে এসব খাবার পৌঁছে যাচ্ছে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এ সহায়তা দিচ্ছেন তামান্না।

তামান্না ভাটিয়া ইনস্টাগ্রামেও পোস্টে বলেছেন, কারোনাভাইরাসে লাখো মানুষ বিপাকে পড়েছেন। কার্যকর লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখাই এ সংকট থেকে বাঁচার উপায়। হাজারো দিনমজুর ও অভিবাসী শ্রমিক তাঁদের জীবিকা হারিয়েছেন। এছাড়া তিনি দিনমজুর ও অভিবাসী শ্রমিকদের সহায়তার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version