Site icon Jamuna Television

৩০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে: সাকিব আল হাসান

সাকিব এগ্রো ফার্মের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ

পরিশোধ করা হলো সাকিবের হ্যাচারি শ্রমিকদের বকেয়া বেতন

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাতক্ষীরায় তার মালিকানাধীন ঘেরের শ্রমিকদের পাওনা বেতন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছেন। সামাজিক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে, তিনি দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য দুঃখ প্রকাশ করেন।

সাকিব জানান, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ মুহূর্তে তিনি নিউইয়র্কে। এছাড়া মাঝেমধ্যেই বিদেশে থাকতে হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নিতে অংশীদারদের সহযোগিতা নিতে হয়।

সাকিব জানান, নিজের ব্যস্ততার কারণে গত কয়েক মাস সাতক্ষীরার এগ্রো ফার্মের খবর নিতে পারেননি। এমনকি অংশীদাররাও তাকে সঠিক খবর দেয়নি। বিষয়টি গুরুতর আকার ধারণ করলে তিনি ব্যক্তিগতভাবে পূর্ব নির্ধারিত ৩০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেন। তারপরও কিছু শ্রমিকের বিক্ষোভ তাকে বিস্মিত করেছে।

উল্লেখ্য, পাওনা বেতনের দাবিতে সোমবার সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করে, সাকিব আল হাসানের প্রতিষ্ঠানের কর্মীরা।

Exit mobile version