Site icon Jamuna Television

কুষ্টিয়ায় প্রথমবারের মতো দু’জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন দু'জন।

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দু’জন শনাক্ত হয়েছেন। বুধবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দু’জনের মধ্যে একজনের (৩০) বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। অন্যজনের (৬৯) বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে। আক্রান্ত দুজনই পুরুষ।

কুষ্টিয়ার সিভিল সার্জন জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয়েছে যে কুষ্টিয়ার ১০ জনের পাঠানো নমুনার মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা বাড়িতেই আছেন।

এদের মধ্যে কুমারখালীর আক্রান্ত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে, অন্যজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ওই দুই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

Exit mobile version