Site icon Jamuna Television

দেশে করোনায় মৃত ১১০, ঢাকাতেই মৃত্যু ৫৩ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে মারা গেছেন ১১০ জন। এরমধ্যে রাজধানীতেই মারা গেছেন ৫৩ জন। এই পরিসংখ্যানে দেখা যায় দেশের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় অর্ধেকই রাজধানীর। এর মধ্যে শুধু পুরান ঢাকাতেই ২৫ জনের মৃত্যু হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। প্রথম মারা যাওয়া ব্যক্তিও রাজধানীর অধিবাসী।

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লালবাগ বিভাগে। এই বিভাগে মারা যায় ১৮ জন।

মিরপুর বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে পল্লবী থানা এলাকাতেই ৭ জন।

রমনা বিভাগের কলাবাগান থানা এলাকায় তিনজন এবং রমনা থানা এলাকায় দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া মতিঝিল বিভাগের খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানা এলাকায় একজন করে, তেজগাঁও বিভাগের আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একজন করে এবং উত্তরা বিভাগের উত্তরা পূর্ব থানা এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

Exit mobile version