Site icon Jamuna Television

প্যারাগুয়ের হ্রদে বিশাল পদ্ম : হুমড়ি খাচ্ছেন পর্যটকরা

বিশালাকার পদ্ম ফুটেছে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের এক লোনা পানির হ্রদে। খুব সম্প্রতি স্থানীয়দের নজরে আসে নিভৃতে ফুটে থাকা এসব পদ্ম। তারপর থেকেই পর্যটক উপচে পড়ছে এই হ্রদে।

পদ্মগুলোর ব্যাস প্রায় ৫ ফুট। স্থানীয়রা একে বলছে কুমির পদ্ম। যার বৈজ্ঞানিক নাম “ ভিক্টোরিয়া ক্রুজ়িয়ানা”। পদ্মপ্রেমী পর্যটকরা আসছেন, হ্রদে উপভোগ করছেন নৌবিহার। তাতে স্থানীয়দের ব্যবসাটাও বেশ জমে উঠেছে।

বিরল প্রজাতির এই পদ্মের বেশ কিছু ভেষজ গুনও রয়েছে। এ থেকে তৈরী চা এজমা ও ব্রঙ্কাইটিসের উপশম করে। কতৃপক্ষ অবশ্য জায়গাটির পর্যটন দিকটির দিকেই গুরুত্ত্ব দিচ্ছে। যে কারণে নিষিদ্ধ করা হয়েছে এই পদ্মের বাণিজ্যিক চাষ।

Exit mobile version