Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মালদ্বীপ প্রেসিডেন্টের ফোন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার বেলা ১১টায় শেখ হাসিনাকে টেলিফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।এ সময় দুই নেতার মধ্যে কিছুসময় কথা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী পাঠানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট।

এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version