Site icon Jamuna Television

বাবা হারালেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

বাবা হারালেন ওপার বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেতার বাবা বসন্ত কুমার মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তবে বাবার মৃত্যুর খবর শুনলেও লকডাউন চলায় শেষকৃত্যে যোগদান করতে সক্ষম নাও হতে পারেন মিঠুন। এ মুহূর্তে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন এই অভিনেতা। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তিনি। এরপরই ২১ দিনের লকডাউন শুরু হয়, যার মেয়াদ পরে আরও বাড়ানো হয়। মিঠুন যদি বাবার সৎকারে অংশ নিতে না পারেন তাহলে মুম্বাইয়ে থাকা ছেলে মিমো তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন।

একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে।

সূত্র: এই সময়

Exit mobile version