Site icon Jamuna Television

মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিনিধি
মাগুরায় আজ বুধবার প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে। ৩০ বছর বয়সী গামেন্টস কর্মী গাজীপুর থেকে ৬ দিন আগে মাগুরায় এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় এ পর্যন্ত ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনার মধ্যে ৯১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে মাগুরায় এই প্রথম একজনের পজেটিভ পাওয়া গেছে। ৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি গামেন্টস কর্মী। তিনিসহ একই পরিবারের ৪ জন সম্প্রতি গাজীপুর থেকে মাগুরার নিজ বাড়ি সদরের আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে আসেন। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন উপসর্গ না থাকলেও মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ গাজীপুর ফেরত চার গামেন্টস কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে ।

Exit mobile version