Site icon Jamuna Television

সেই ভিক্ষুককে জমি-বাড়ি-দোকান দিচ্ছে সরকার, আজীবন পাবে চিকিৎসা সুবিধাও

সঞ্চয়ের ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুক নজিম উদ্দিনকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাকে নিয়ে যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদটি গতকাল সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই প্রয়োজনীয় সব নির্দেশ দেন তিনি।

সেই অনুযায়ী সকালে আলোচিত নজিম উদ্দিনকে শেরপুর জেলা প্রশাসনে নিয়ে যাওয়া হয়। তাকে একটি জমি ও বাড়ি করে দেবে জেলা প্রশাসন। আজীবন চিকিৎসা ব্যয় বহন এবং ভিক্ষাবৃত্তি যেন করতে না হয় সেজন্য একটি দোকানও দেয়া হবে নজিম উদ্দিনকে।

এ বিষয়ে সব ধরনের পদক্ষেপ দ্রুত নেয়া হবে বলে জানিয়েছেন, শেরপুর জেলা প্রশাসক।

Exit mobile version