Site icon Jamuna Television

আগামী ৬০ দিন সকল অভিবাসন প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগামী ৬০ দিন সবধরনের অভিবাসন স্থগিত। ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতিতে আগামী ৬০ দিন সকল অভিবাসন প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র। বন্ধ থাকবে নতুন গ্রিনকার্ডের আবেদন।

মঙ্গলবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুরক্ষায় এ সিদ্ধান্ত।

মার্কিন শ্রমিকদের রক্ষায় অস্থায়ী অভিবাসন স্থগিতাদেশ জারি হলো যুক্তরাষ্ট্রে। আগামী ৬০ দিন নতুনভাবে কেউ স্থায়ীভাবে দেশটিতে বসবাসের আবেদন করতে পারবেন না।

মোদ্দা কথা, গ্রিনকার্ড অনুমোদন দিবে না প্রশাসন। এরফলে, চাকরি পাবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আমেরিকানরা।

ট্রাম্প জানান, এরপরও কোন পরিবর্তন-সংস্কার বা সময়সীমা বৃদ্ধির প্রয়োজন হলে সেটা বিবেচনা করবো আমরা।

Exit mobile version