Site icon Jamuna Television

বাগেরহাট থেকে ধান কাটার শ্রমিক পাঠালেন পুলিশ

বাগেরহাট পুলিশের সহায়তায় দুই শতাধিক ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি:

ধান কাটার মৌসুমে যখন চাষি ও মহাজনরা শ্রমিক সংকটে চিন্তিত, সেই মুহূর্তে বাগেরহাট পুলিশের সহায়তায় দুই শতাধিক ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা থেকে বরিশালের উদ্দেশ্যে জলপথে এই শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।

এ সময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঠানো শ্রমিকদের শরীরে স্প্রে করে জীবাণুনাশক ছিটানো হয় এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেককে একটি করে প্রত্যায়ন পত্র দেয়া হয়েছে যাতে তাদেরকে কোথাও কোন ধরনের হয়রানির শিকার হতে না হয় ।

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ বিভাগের উদ্যোগে বাগেরহাট থেকে বিভিন্ন জেলায় ধান কাটার উদ্দেশ্যে শ্রমিক পাঠানো হচ্ছে। এতে ধান চাষিদের উপকারের পাশাপাশি শ্রমিকদেরও এই দুর্দিনে আর্থিক সচ্ছলতা ফিরবে।

পর্যায়ক্রমে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল থেকে আরও প্রায় তিন হাজার শ্রমিক পাঠানো হবে।

Exit mobile version