Site icon Jamuna Television

নোয়াখালীতে তাবলীগ জামাতের ১৯ সদস্য কোয়ারেন্টাইনে

নোয়াখালীতে তাবলীগ জামাতের ১৯ সদস্যকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী লকডাউন উপেক্ষা করে শেরপুর জেলা থেকে কৌশলে নোয়াখালীর চাটখিলে প্রবেশের সময় তাবলীগ জামাতের ১৯ সদস্যকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বুধবার ভোররাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজার চেক পোস্টে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পিজি স্কুলে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করে।

এ সময় তাদের প্রত্যেকের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ ( বিআইটিআইডি) চট্টগ্রাম পাঠানো হয়েছে। তারা সবাই চাটখিল উপজেলার বাসিন্দা ও তাবলীগ জামাতের সদস্য, তাদেরকে শেরপুর থেকে আসার পথে আটক করা হয়।

Exit mobile version