Site icon Jamuna Television

আফ্রিকার যে দুই দেশে এখনও হানা দেয়নি করোনা

পৃথিবীর যে ১৬টি দেশে এখনও করোনাভাইরাস হানা দেয়নি এর মধ্যে আফ্রিকা মহাদেশের দুইটি দেশও রয়েছে। দেশদুটি হল- লেসোথো ও টগু।

লেসোথো দক্ষিণ আফ্রিকা সংলগ্ন ছোট্ট একটি দেশ। যারা ১৯৬৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। অপরদিকে পূর্ব আফ্রিকার দেশ টগু। সেখানেও এখন পর্যন্ত করোনাভাইরাস হানা দেয়নি।

দক্ষিণ আফ্রিকাসহ মহাদেশের সবকটি দেশে মানুষ করোনা আক্রান্ত হলেও এ দেশ দুইটি এখনও করোনামুক্ত। তবে দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লেসোথোর সরকার এপ্রিলের শুরু থেকে দেশটিতে লকডাউন ঘোষণা করেছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটিতে লকডাউন চলবে এবং পৃথিবীর সব দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ রেখেছে। তাই করোনার ভয়াল থাবা এ দেশটিতে ঢুকতে পারেনি।

এ ছাড়া পূর্ব আফ্রিকার দেশ টগুতেও একই অবস্থা। সেখানেও করোনার সন্ধান পাওয়া যায়নি। প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও ঘানাতে করোনার হানা চলতে থাকলেও টগু এখনও করোনামুক্ত।

Exit mobile version