Site icon Jamuna Television

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার কিট হস্তান্তরে বাধা নেই

গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চূড়ান্ত পরীক্ষার পরই কিটগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের টাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ১২ এপ্রিল করোনা আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার অনুমতি চেয়ে আবেদন করেন তারা। আজ সেই অনুমতি মিলেছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন কিট উৎপাদন করে তা হস্তান্তর করার কোন বাধা থাকলো না গণস্বাস্থ্য কেন্দ্রের। আগামী ২৫ এপ্রিল বিভিন্ন সরকারি সংস্থার কাছে করোনা পরীক্ষার কিট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Exit mobile version