Site icon Jamuna Television

ঢাবি’র আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী হোম আইসোলেশনে রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, আরেক শিক্ষার্থীর করোনা পজেটিভ এসেছে। তিনি এখন হোম আইসোলেশনে আছে। আমরা তার সাথে যোগাযোগ রাখছি। সবধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় করবে।

গত ১২ এপ্রিল সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দ্বিতীয়বারের টেস্টে তার নেগেটিভ এসেছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। এছাড়া, নতুন শনাক্ত হয়েছে আরও ৩৯০ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭২ জনে।

Exit mobile version