Site icon Jamuna Television

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

গত ১৩ এপ্রিল থেকে অচেতন অবস্থায় ছিলেন ড. সা’দত হুসাইন। ওইদিন দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করেন সা’দত হুসাইন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে জানান চিকিৎসকরা।

২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Exit mobile version