Site icon Jamuna Television

বিশ্বজুড়ে লাশ আর লাশ, ব্রাজিলে খুঁড়ছে গণকবর

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে লাশ আর লাশ। এত লাশের কবর দিতে গিয়েও হিমশিম খাচ্ছে দেশগুলো। দ্রুত লাশ দাফনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার গণকবর খুঁড়ছে ব্রাজিল। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খোঁড়া হচ্ছে।

পরে সেখানে কফিনে রাখা মরদেহ মাটিচাপা দেবেন কবরস্থানের কর্মীরা। গত ২৪ ঘণ্টায় পৃথিবীর বিভিন্ন দেশে আরও ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন প্রায় তিন হাজার।

দ্বিতীয় ধাপে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে সেটা আরও ধ্বংসাত্মক হবে বলে সতর্ক করেছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ক্ষতিগ্রস্ত মার্কিনিদের সুবিধা দিতে ২ মাসের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

স্পেনেও ফের মৃতের সংখ্যা বেড়েছে। ভারতে একদিনে রেকর্ড ৫৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়া ও সিঙ্গাপুরে বেড়েছে সংক্রমণ। করোনা ঠেকাতে ঈদে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে ইন্দোনেশিয়া। খবর বিবিসি, রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

জানা গেছে, ব্রাজিলের অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। মেনাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, প্রতিদিন ওই শহরে করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। ফলে স্থানীয় প্রশাসনকে প্রতিদিন একশ’র বেশি মানুষের মরদেহ সমাধিস্থ করতে হচ্ছে।

কিছুদিন আগেও সেখানে প্রতিদিন গড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। ফলে সেখানে মরদেহ সমাধির দায়িত্বে থাকা দফতর গণকবর খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে অনেকগুলো কবর খোঁড়া হয়েছে। এক্ষেত্রে মরদেহগুলোর পরিচয়ও সংরক্ষণ করা হচ্ছে।

এছাড়া মরদেহের কফিনগুলোও নির্দিষ্ট দূরত্বে মাটিচাপা দেয়া হচ্ছে। মেয়র নেটো আশঙ্কা প্রকাশ করে বলেন, শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে তাদের স্বাস্থ্য ব্যবস্থা লোকজনকে হয়তো আর সেবা দিয়ে যেতে পারবে না। হয়তো চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে।

তিনি বলেন, ব্রাজিলে আমরাই হয়তো সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা এমন জটিল অবস্থায় জীবনযাপন করছি তবুও ফেডারেল সরকারের কাছ থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। ব্রাজিলের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৭৪১ জন।

Exit mobile version