Site icon Jamuna Television

নড়াইলে মাশরাফীর উদ্যোগে ‘ডক্টরস সেফটি চেম্বার’

smart

করোনা মহামারির সময়ে নড়াইলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করেছেন জাতীয় দলের সদ্য সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

সাম্প্রতিক সময়ে নড়াইলের লোহাগাড়া উপজেলায় ৪ চিকিৎসক ও একজন হাসপাতাল কর্মী করোনায় আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে নড়াইল সদর হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করেছেন মাশরাফী। যার ফলে ডাক্তারদের নিরাপত্তার পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবাও নিশ্চিত হবে। বুধবার বিকেলে মাশরাফির বাবা গোলাম মোর্তাজার উপস্থিতিতে, জেলা প্রশাসক আনজুমান আরা এই চেম্বারের উদ্বোধন করেন। করোনার বিপক্ষে যুদ্ধে এর আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই সরবরাহ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠনসহ সহ আরও নানা উদ্যোগ নিয়েছেন ম্যাশ।

Exit mobile version