Site icon Jamuna Television

পণ্য বিক্রিতে অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে: টিসিবি চেয়ারম্যান

টিসিবি চেয়ারম্যান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর।

টিসিবির পণ্য বিক্রিতে কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে ডিলারশীপ বাতিল এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য জানালেন, সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর।

আজ বৃহস্পতিবার সকালে, টিসিবি ভবনে বিক্রি কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, জনবল স্বল্পতায় টিসিবির একার পক্ষে নজরদারি করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, সারাদেশে সাড়ে চারশটি ট্রাকে ৫ ধরণের পণ্য বিক্রি করা হচ্ছে। চাহিদার ভিত্তিতে বিক্রি কার্যক্রম বাড়বে। পাঁচ মাসে প্রায় ১৪শ’ কোটি টাকার পণ্য কিনেছে এই প্রতিষ্ঠান। স্বল্পমূল্যে বিক্রির কারণে ভর্তুকি দাঁড়াবে ৩৫০ কোটি টাকা। শুধুমাত্র পেঁয়াজ বিক্রিতেই ভুর্তকি ১৫০ কোটি টাকা।

টিসিবির চেয়ারম্যান বলেন, গেল বছরের চেয়ে এবারের রোজায় পণ্য মজুদ বেড়েছে প্রায় দশগুন। রোজার পরও বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

তিনি বলেন, পণ্য কেনার ক্ষেত্রে এলটিআর ব্যবস্থা গ্রহণ করেছে টিসিবি। কিন্তু পৃথক তহবিল হলে আরও কার্যকর ভূমিকা নেয়া সম্ভব।

Exit mobile version