Site icon Jamuna Television

বছরজুড়ে সামাজিক নিষেধাজ্ঞা চলবে যুক্তরাজ্যে

করোনাভাইরাসের কারণে চলমান সামাজিক নিষেধাজ্ঞাগুলো সারা বছর ধরে মেনে চলতে হবে যুক্তরাজ্যের নাগরিকদের। সরকারের প্রধান মেডিকেল উপদেষ্টা এই তথ্য দিয়েছেন। করোনার চিকিৎসায় নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ না পাওয়া পর্যন্ত ব্রিটেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

অধ্যাপক ক্রিস হুইটি বলেন, খুব শীঘ্রই জীবন হঠাৎ স্বাভাবিক হয়ে উঠবে এমন প্রত্যাশা করা “সম্পূর্ণ অবাস্তব”।

তিনি বলেন, “দীর্ঘমেয়াদে” সামাজিক নিষেধাজ্ঞা শিথিল করার আদর্শ হবে তখনই, যখন কোন কার্যকর প্রতিষেধক বা রোগের ওষুধ বাজারে আসবে।

তবে তিনি সতর্ক করে বলেছেন যে, সামনের বছরের মধ্যে এমন কিছু পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।

“এই রোগটি নির্মূল হবে না, এটি বিলুপ্ত হবে না,” তিনি সরকারের দৈনিক করোনভাইরাস ব্রিফিংয়ে এ কথা বলেন।

Exit mobile version