Site icon Jamuna Television

নড়াইলে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

নড়াইল প্রতিনিধি:

এবার কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার ৩০ নেতাকর্মী। করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

নড়াইলের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের একটি টিম হতদরিদ্র ও বরগা চাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দেবে। স্বেচ্ছাসেবক লীগের নড়াইল জেলা শাখার সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের পাশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ কাজ করবে। শ্রমিক সংকটের কারণে কৃষকের ধান কাটা নিয়ে যখন চিন্তিত ঠিক তখনই নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ এগিয়ে এসেছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আউড়িয়া এলাকার কৃষক শৈলেন্দ্রনাথ শীলেনের ৮০ শতক জমির ধান কেটে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। ধান কাটার উদ্বোধন করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ। এ সময় ৩০ জন নেতাকর্মী এ ধান কাটায় অংশগ্রহন করেন।

Exit mobile version