Site icon Jamuna Television

ঢাকার যে ১০ জায়গা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত

ঢাকা সিটির মোট ১০টি জায়গা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

আজ করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিং-এ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ব্রিফিং-এ বলা হয় বর্তমানে ঢাকা শহরের রাজারবাগ, মোহাম্মাদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর্ড, উত্তরা, তেজগাও ও মহাখালী এলাকা সবচেয়ে করোনা সংক্রমিত।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৮৬ জন, মোট মারা গেছেন ১২৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০৮ জন।

Exit mobile version