Site icon Jamuna Television

মেহেরপুরের মুজিবনগরে করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তির মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ১ম করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই রোগীর পজেটিভ রিপোর্ট আসে বলে জানান জেলা সিভিল সার্জন ডা: নাসির উদ্দিন। বুধবার করোনাভাইরাস সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, শরীরে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর দুপুরে তার মৃত্যু হয়। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর লাশের দাফন কাজে অংশ নেয়া মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার, ওসি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া ডাক্তার ও নার্সদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তি মারা গেছে। আজ সকাল দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল এই উপজেলায় এক ব্রাক কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

Exit mobile version