Site icon Jamuna Television

আকাশ কালো করে রাজধানীতে বৃষ্টি

আকাশ কালো করে রাজধানীতে নেমেছে বৃষ্টি। লকডাউনে অবরুদ্ধ নাগরিক জীবনে এলো নতুন এক ভিন্নতা। এই কালবৈশাখী ঝড়ো হাওয়ায় প্রাণে লেগেছে অন্যরকম চঞ্চলতা। ঝুম বৃষ্টির মধ্যে হঠাৎ বাজ পড়ায় কেপে উঠে অবরুদ্ধ মানুষের মন। এই বৃষ্টিভেজা আবহে রাজধানীতে নামে স্নিগ্ধতা।

এরআগে অবশ্য আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিলো আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাস দেয়া হয়েছে। রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানো সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Exit mobile version