Site icon Jamuna Television

আসছে ফেসবুকের স্মার্ট ডিভাইস ‘পোর্টাল’

প্রথম বারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাজারে আনছে স্মার্ট ডিভাইস। ডিভাইসটির নাম ‘পোর্টাল’। এবছরের মে মাসে বাজারে আসার সম্ভবনা আছে পোর্টালের।

এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি হোম কমিউনিকেশন ডিভাইস যাতে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে ভিডিও কল করা যাবে। ডিভাইসটির আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইসটিতে ভিডিও কলের জন্য ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকারসহ যাবতীয় কার্যক্রম ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
ভিডিও কলের পাশাপাশি এটি দিয়ে নেটফ্লিক্সের সাথে সংযুক্ত করে উপভোগ করা যাবে সিনেমা এবং জনপ্রিয় টিভি সিরিয়াল।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version