Site icon Jamuna Television

চেলসির মাঠে আর্সেনালের গোলশূন্য ড্র

লিগ কাপের সেমিফাইনালে ড্র হয়েছে চেলসি-আর্সেনালের প্রথম লেগ। স্ট্যামফোর্ড ব্রিজে গোলের দেখা পায়নি কোনো দলই।

বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল স্বাগতিক চেলসি। তবে, ২২ মিনিটে ল্যাকাজাতে বল পোস্টের উপর দিয়ে না মারলে লিড নিতে পারতো আর্সেনাল। ২ মিনিট পরই চেলসির ভিক্টর মোজেসের নেয়া শট দারুণ দক্ষতায় আটকে দেন ডেভিড অসপিনা। প্রথমার্ধের ঠিক শেষ দিকে ফেব্রিগাসের হেড ও আটকে দেন এই গানার গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্লুজ। কিন্তু আর্সেনালের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি অ্যান্তনিও কন্তে শিষ্যদের। এবারের লিগেও দু’বারের দেখাতেও জয় পায়নি চেলসি-আর্সেনালের কেউই।

২৪ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে হবে ফলাফল নির্ধারণী ২য় লেগ।

যমুনা অনলাইল: এএস/টিএফ

Exit mobile version