Site icon Jamuna Television

মনপুরায় প্রথম করোনা আক্রান্ত খাদ্য সহায়তা দিলেন ইউএনও

ভোলার মনপুরার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা ফেরত যুবককে ফুলসহ খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

শুক্রবার দুপুর ১টায় উপজেলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে গিয়ে এই উপহার দেয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল- ফুল-ফল, খাদ্য ও ওষুধসামগ্রী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া ও অন্যরা।

উল্লেখ্য, এই প্রথম বিচ্ছিন্ন এই দ্বীপে করোনা শনাক্ত হল। মনপুরায় এই পর্যন্ত ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রথম ধাপে ৪ জন। পরে ২১ এপ্রিল মঙ্গলবার পাঠানো হয় ৩ জনের। এই ৭ জনের মধ্যে ঢাকা ফেরত এক যুবকের করোনা পজিটিভ ধরা পড়ে।

Exit mobile version