Site icon Jamuna Television

আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলো আকায়েদ উল্লাহ

নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলায় ঘটনায় আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহ’কে আনুষ্ঠানিক ভাবে অভিযুক্ত করলো মার্কিন গ্র্যান্ড জুরি। বুধবার, সন্ত্রাসবাদে জড়িত থাকায় অভিযুক্ত করা হয় তাকে।

২৭ বছর বয়সী আকায়েদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসীগোষ্ঠীকে সহায়তা, গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয় ম্যানহাটন আদালতে। দোষী প্রমানিত হলে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে আকায়েদ। গেল ডিসেম্বরে, ম্যানহাটনে পাইপ বোমা ব্যবহার করে হামলার চেষ্টা চালায় আকায়েদ। আটকের পর দেয়া স্বীকারোক্তিতে সে জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদেই ওই হামলা চালায় সে। বিস্ফোরণে আহত হয় পাঁচ জন।

Exit mobile version