Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪২, মৃত্যু ২

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ জনের সুস্থ হওয়ারও খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

জাহিদুল ইসলাম আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এদের মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।

আর এখন পর্যন্ত জেলায় মোট ১৭৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এদের মধ্যে ৬২১ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৬২১ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের, আর সুস্থ হয়েছেন ২৫ জন।

Exit mobile version