Site icon Jamuna Television

বরিশালে এক চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরও ২

বরিশাল ব্যুরো:

বরিশালে এক চিকিৎসকসহ নতুন করে দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

আক্রান্ত চিকিৎসক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া আক্রান্ত অপর ব্যক্তি নগরীর বাংলাবাজার এলাকার বাসিন্দা।

এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল করোনা প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা. মনোয়ার হোসেন।

Exit mobile version