Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন আরও ৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছেন এক নারীসহ আরও তিন প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৪ জনে।

শুক্রবার মারা যাওয়া ব্যক্তিদের সবাই নিউইয়র্কের বাসিন্দা বলে জানা যায়। এদের মধ্যে লং আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সত্তরোর্ধ্ব আক্তারুজ্জামান। মারা যাওয়া বাকি দু’জন ষাটোর্ধ্ব সৈয়দ ফারুক আহমেদ এবং ৫৫ বছর বয়সী রাবেয়া খাতুন।

এদিকে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারিতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশির মধ্যে ১৭৮ জনই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।

Exit mobile version