Site icon Jamuna Television

তুমুল বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

যশোর প্রতিনিধি:

রেশন বাঁচিয়ে তুমুল বৃষ্টি উপেক্ষা করে রাতের আঁধারে অসহায় মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী। শুক্রবার রাতে যশোর সদরের হৈবৎপুরের বেনেয়ালি গ্রামের কয়েকশ’ পরিবারের বাড়িতে গিয়ে রেশনের খাদ্যসামগ্রী পৌঁছে দেয় তারা।

জানা যায়, কর্মহীন পরিবারগুলো ১৫ দিনের খাদ্যসামগ্রী পেয়ে খুশি। যশোর সেনানিবাসের লে. কর্নেল নেয়ামুল হক জানান, এখনো ত্রাণ সহায়তার আওতায় আসেননি, এমন গ্রামবাসীকে চিহ্নিত করে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। প্রতি সপ্তাহে ১ হাজার পরিবারকে এই সহায়তা দেবে সেনাবাহিনী।

Exit mobile version