Site icon Jamuna Television

রংপুরের জায়গীরহাটে ট্রাকচাপায় দুই যুবক নিহত

রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাটে মহাসড়কে ট্রাকচাপায় চাপায় নিহত হয়েছেন দুই যুবক। দেখো দাও সময় চারজন আহত হয়েছেন।

বড়দরগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, শনিবার রাতে জায়গীরহাট বাসস্ট্যান্ডের ২০০ গজ দক্ষিনে রংপুর ঢাকা মহাসড়কে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক একটি বাইসাইকেল ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যা।

নহিতরা হলেন সাইকেল আরোহী পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ী দুলাল মিয়া ও ভ্যান আরোহী বাতাসন দুর্গাপুর মিস্ত্রিপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র রোকন। এসময় ভ্যান আরোহী নিশ্চিন্তপুর গ্রামের আলামিন, রুবেল মামুনসহ ভ্যান চালক গুরুতর আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version