Site icon Jamuna Television

ঝালকাঠির রাজাপুরে দুই সন্তানের মায়ের লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে কল্পনা বেগম (৩৫) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

কল্পনা বেগম ঐ এলাকার মোঃ তৌহিদুল ইসলাম কিসমত এর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আনুমানিক ৯ টার দিকে স্বামীর ঘর থেকে বের হয়ে কল্পনা বেগম নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতেই আশে পাশের সম্ভব্য জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকাল আনুমানিক ৬টায় সময় একই বাড়ির ঝর্ণা আক্তার তার চাচা মোস্তফার একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে কল্পনাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এ সময় বাড়ি লোকজন ছুটে এসে কল্পনাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায় এবং থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Exit mobile version