Site icon Jamuna Television

৬০ জেলায় ছড়িয়েছে করোনা, বাকি যে চার জেলা

আজ শনিবার পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনা সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নাটোর ও ভোলা।

এদিকে দেশের মাত্র চারটি জেলায় এখনও করোনা সংক্রমিত হয়নি। জেলা গুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সাতক্ষীরা।

দেশে প্রথম ৮ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের গতকালের তথ্য মতে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯ শতাংশই ঢাকা শহরের। আর ঢাকা বিভাগের ১৩ জেলায় আছে ৩৫ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩.৮৩ শতাংশ, সিলেটে ১.২ শতাংশ, রংপুরে ১.৭২ শতাংশ, খুলনায় দশমিক ৯৩ শতাংশ, ময়মনসিংহে ৩.৪১ শতাংশ, বরিশালে ২.১১ শতাংশ এবং রাজশাহীতে দশমিক ৭৯ শতাংশ রোগী পাওয়া গেছে।

Exit mobile version