Site icon Jamuna Television

ডেলিভারি বয় মুসলিম, তাই মুদির সামগ্রী ফিরিয়ে দিয়ে গ্রেফতার হলেন নারী

দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে চলছে লকডাউন আর এর মধ্যেই ডেলিভারি বয় মুসলিম তাই তার কাছ থেকে মুদির সামগ্রী নিতে অস্বীকৃতি জানায় ভারতের মুম্বাইয়ের এক মহিলা। পরবর্তীতে ওই ডেলিভারি বয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারও করেছে মুম্বাই পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, মুসলিম ডেলিভারি বয় গোলাপি সালোয়ার পরিহিত এক মহিলাকে তার অর্ডারকৃত পণ্য বুঝিয়ে দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। এরপর পুলিশের কাছে অভিযোগ করেন সেই কর্মী।

ডেলিভারির বয়ের অভিযোগের পরই ওই মহিলাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

এদিকে, ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭০০ জন সংক্রমিত। মৃতের সংখ্যাও ৭০০ ছাড়িয়েছে।

Exit mobile version