Site icon Jamuna Television

নাটোরে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়নি

স্টাফ রিপোর্টার:

নাটোরে এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবে জেলার বাগাতিপাড়া উপজেলার এক যুবক ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার আইইডিসিআর এর ওয়েব সাইটে এই তথ্য দেওয়া হয়। তখন থেকেই ‘নাটোরে একজন করোনায় আক্রান্ত’ এমন বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে শনিবার সংশোধিত তালিকায় নাটোরের নাম বাদ দিয়ে করোনা আক্রান্ত জেলার তালিকা প্রকাশ করে আইইডিসিআর।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত যুবকের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়। সে হোটেল বয় হিসাবে দীর্ঘদিন ধরে ঢাকায় কাজ করতো। নাটোরে তার কোন যাতায়াতও ছিল না। সম্প্রতি ঢাকায় আইইডিসিআরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে সেখানেই তার করোনা পজেটিভ হয়।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আমরা ঢাকার আইইডিসিআরে যোগাযোগ করে জেনেছি, ঐ যুবক ঢাকাতেই আক্রান্ত হয়েছে। সে ভর্তি হওয়ার সময় স্থায়ী ঠিকানা হিসেবে নাটোরের বাগাতিপাড়া ব্যবহার করেছে। যার কারণে আইইডিসিআর করোনা শনাক্তের জায়গায় নাটোরের নাম উল্লেখ করেছিল। পরে তা সংশোধন করা হয়। নাটোর জেলায় এখন পর্যন্ত কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

Exit mobile version