Site icon Jamuna Television

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে: প্রধানমন্ত্রী

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে ধনীদের আরও ধনী করার প্রয়োজন নেই, তৃণমূলের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়ন, বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগের উন্নয়নের ধারা বিএনপি দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায়। ক্ষমতায় এসে আবারও দেশের উন্নয়নে কাজ করছে সরকার।

সরকারের নেয়া উন্নয়ন কর্মসূচির সুফল সাধারণ মানুষ ভোগ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্য সবাইকে সচেতন ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version