Site icon Jamuna Television

শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ৭ জন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন। সিভিল সার্জন কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সাতটি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে নড়িয়া উপজেলার ৪, জাজিরা উপজেলার ১ এবং ভেদরগঞ্জ উপজেলার ২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। যাদের ৫ জনের বয়স ১৭ থেকে ২৫ বছর এবং দুই জনের বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

এদিকে করোনার বিস্তার রোধে ১৫ এপ্রিল থেকে শরীয়তপুরে লকডাউন চলছে।

Exit mobile version