Site icon Jamuna Television

রাজশাহীতে প্রথম করোনা রোগীর মৃত্যু

রাজশাহী জেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশন ওয়ার্ড রাজশাহী সংক্রামক ব্যাধী হাসপাতালে মারা যান তিনি। ৮০ বছর বয়সী ঐ কৃষকের বাড়ি বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে।

চিকিৎসকরা জানান, গত ১৭ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ২০ এপ্রিল করোনা পরীক্ষায় পজেটিভ হলে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্টে মারা যান তিনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,স্বাস্থ্য বিভাগের গাইডলাইন মেনে দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Exit mobile version